শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

দ্রাবিড় পুত্র



কুয়াশার পাড়ে রোদ ঝলমল

মহেঞ্জোদারো-হরপ্পা মেয়ে ভালোবাসার খিলিপান সাজে

পূর্ব-পুরুষের খেলনাপাতি কোলাহল করে

বাঙলায়, দ্রাবিড় আঙ্গিনায়।

সাগরের বুকে সাম্পান ভাসে

ভাসে দ্রাবিড় পুরুষ, নূহের পুত্র

দৃষ্টি তার বহুদূর, চিলের মত

সাগর সঙ্গী তার

ডিঙ্গি ভাসায়

বাণিজ্যেতে যায়

দ্রাবিড় পুত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন