বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ইসলাম: সর্বশেষ ঐশ্বরিক ধর্ম

 ড. মুরাত কায়া

 


ইসলামের আহবান সকল মানুষ জ্বিনের প্রতি। জাতি, বর্ণ, লিঙ্গ বা বংশ-গোত্র নির্বিশেষে প্রত্যেকেই মুসলমান হতে পারে। ইসলাম মানবতাকে তাদের দায়িত্ব অধিকার অনুসারে শ্রেণীবদ্ধ করে এবং এটি মনে করে যে শুধুমাত্র দুটি মানব জাতির অস্তিত্ব রয়েছে: বিশ্বাসী এবং অবিশ্বাসী।

এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না যে, যে ব্যবস্থাটা আল্লাহ সমগ্র সৃষ্টির প্রতি দয়া এবং মানবতার মুক্তির জন্য প্রেরণ করেছেন; যার রহমত সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে; তা মুষ্টিমেয় কিছু লোকের জন্য নির্দিষ্ট থাকবে এবং অন্যরা এই অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। কেননা, এটি আল্লাহর রহমান রহীম গুণবাচক নামের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: যারা মানুষের প্রতি দয়া করে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তিনি আরও বলেছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও যাতে জান্নাতে তুমি দয়া পেতে পার। (আবু দাউদ, আদাব, ৫৮/৪৯৪১; তিরমিজি, বির ১৬/১৯২৪; আহমদ বিন হাম্বল, দ্বিতীয়, ১৬০)

মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআন মজিদে মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) পৃথিবীতে পাঠানোর উপলক্ষ্য সম্পর্কে বলেছেন, ‘‘(হে মুহাম্মদ!) আমরা তোমাকে কিন্তু সমস্ত প্রাণীর জন্যই রহমত হিসেবে পাঠিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন