বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

সাম্য ও মৈত্রীর ধর্ম ইসলাম


ইসলামে, মানুষের মধ্যে জাতি, বর্ণ বা জাতীয় উত্সের মত অনিবার্য বা পূর্বনির্ধারিত কোন বিষয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব পরিমাপের কোন সুযোগ নেই। বরং ইসলামে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাক্বওয়া বা সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য; যা মানুষ আত্মনিয়ন্ত্রণের প্রচেষ্টার মাধ্যমে অর্জন করে।  একইভাবে, সম্পদ, সৌন্দর্য, শক্তি বা ক্ষমতার একটি নির্দিষ্ট অবস্থানে ওঠার মতো জিনিসগুলি শ্রেষ্ঠত্বের উপায় নয়। এগুলি আল্লাহর দেওয়া অনুগ্রহ এবং সেসবের জন্য সৃষ্টিকর্তাকে সর্বোত্তম পদ্ধতিতে ধন্যবাদ দেওয়া উচিত, প্রতিটি অনুগ্রহ তার নিজস্ব ধরনের অনুরূপ ধন্যবাদ প্রাপ্য।

এই পৃথিবীতে মানুষকে যেসব অনুগ্রহ দেওয়া হয়েছে তা আসলে প্রশ্নপত্রের মত যা পরীক্ষাযর সময় একজন ছাত্রকে দেয়া হয়। একজন শিক্ষার্থী তাকে দেয়া প্রশ্নগুলোর জন্য গর্বিত হওয়ার কথা ভাবে না, পরিবর্তে সে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথাই ভাবে এবং সঠিক উত্তর দেয়ার মাধ্যমে প্রাপ্ত গ্রেড নিয়েই খুশি হয়। যেহেতু পরীক্ষার উদ্দেশ্যে প্রদত্ত সুযোগ ও অনুগ্রহ ব্যবহার করে বিশ্বাসীরা যে পুরষ্কার অর্জন করে তা কেবল পরকালেই দৃশ্যমান হবে, তাই সেগুলো নিয়ে দুনিয়াতে বড়াই করার কোন মানে হয় না। এই ধরনের অহংকার একটি বিরাট ভুল হবে। তাই, একজন বিজ্ঞ মুসলিম পণ্ডিত আবু হাজিম বলেছেন: "যদি কোন অনুগ্রহ মানুষকে আল্লাহর নৈকট্য অর্জন করাতে হয় তাহলে তা কষ্টে পরিণত হয়।"

মহানবী (সাঃ)অহঙ্কার করতে নিষেধ করেছেন। কারণ, আল্লাহর দৃষ্টিতে, একজন মুমিন যখন তার কর্তব্য সম্পর্কে মনোযোগী হয় তখন সে গাফিলদের চেয়ে শ্রেষ্ঠ হয়। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বিদায়ী ভাষণে আদেশ দিয়েছেন:

“হে মানুষ! মনে রেখো: তোমাদের প্রভু এক; তোমার পিতা (আদম) একজন। সাবধান হও! কোন অনারব থেকে আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, অনারবের কোন আরবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই, না লাল চামড়ার থেকে কালো চামড়ার, না কালো চামড়ার থেকে লাল চামড়ার। কেবল শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার কারণে হতে পারে।" (আহমদ বিন হাম্বল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন