বুধবার, ২ জুলাই, ২০২৫

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায়


 

 

 

 

 

 

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায়
তখন আইন আর আইন থাকে না
সত্যগুলো আর থাকে না সত্য
জাতিসংঘ কি থাকতে পারে জাতিসংঘের মত?

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায়
তখন শয়তানির আর থাকে না আড়াল
ভণ্ডামির মুখোশগুলো খসে পড়ে যায়
বিবেকহীন মানুষগুলো হয় একচোখা দাজ্জাল
সভ্যতা-ভব্যতা তখন শরমে পালায়।

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায় -
পৃথিবীতে শুরু হয় দানব নৃত্য
সভ্যতার যাদুঘর লুণ্ঠিত হয়, কম্পিত হয় চিত্ত
দানবের তাণ্ডবে লুটায় সত্যের মিনার।

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায়
তখন আর কোন সাড়া-শব্দ থাকে না
বিবেকও বোবা হয়ে যায়
উদ্বাহু নৃত্য করে পাশব দানব
আতঙ্কে নীল হয়ে নিখিল মানব।

যখন পৃথিবী চলে যায় দানবের কব্জায়
সময় থমকে দাঁড়ায় মানবতা গুমরে মরে
পৃথিবী বদ্ধভূমি হয়ে যায়
হাত-বাধা মানবতা অসহায় কাতরায়
পৃথিবী চলে যায় আদিম গুহায়
দানবতা থাকে শুধু মানবতা পালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন