নিরীহ শব্দ সব সময় যে নিরীহই থাকবে এমন কোন কথা নেই;
কখনও কখনও তা ভয়ঙ্কর বারুদ হয়ে ফুটতে পারে।
যেমন আবাবিল পাখির ঠোঁটে বয়ে আনা
সামান্য নুড়ি পাথরও পরিণত হয়েছিল
ভয়ঙ্কর মারনাস্ত্রে!
আল্লাহ চাইলে এমনই হয়।
সামান্য একটি শব্দও যে টর্নেডো হতে পারে
জুলাইতে ঢাবি ক্যাম্পাস ও শাহবাগ সেদিন দেখেছিল।
যেন মুসার লাঠির আঘাতে উত্তাল সমুদ্রের ভিতরে খুলে যায় মুক্তির রাজপথ…
‘তুমি কে’ ‘আমি কে’ বলে বাঁধভাঙ্গা জোয়ারের মত সেদিন
মিথ্যার কপাট ভেঙ্গে মুক্তির পথ দেখেছিল তারুণ্যের শক্তি...
অথচ এক সময় শব্দটি কত নিরীহই না ছিল!
এই শব্দটি দিয়ে কত সুকৌশলে মানুষকে ঠেলে দেয়া হত মৃত্যুমুখে;
যেমন মৃত্যুমুখে ঠেলে দেয়া হতো গ্লাডিয়েটরদের
আর মানুষের মৃত্যুদৃশ্য দেখার মধ্যেই
পৈশাচিক আনন্দ পেত দাজ্জালের নাতি পুতিরা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন