মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

তোমার সুন্দর চোখ [রাসূলকে নিবেদিত কবিতা]

সময়ের ডাইমেনশন ছিঁড়ে,
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ঘুরে ফিরে
তোমার চোখের মত চোখ দেখিনি কোথাও।
আরণ্যক রাতে ঐ চোখ থেকেই মায়ের কোলের মত কুসুম জোস্না ঝড়ে পড়ে। 

কিশোর রোদের মত মায়াবী
আর বোরাকের পালকের মত নরম সে চোখ
কী এক স্নিগ্ধতায় যেন কাছে ডাকে।
যেন ডানপিঠে ছেলেটিকে কাছে ডাকে মায়াবী ফড়িং।

আকাশেল সবগুলো নীল আর মাঠের সবটুকু সবুজ
কী এক মুগ্ধতায় জমে আছে ঐ চোখে!
মায়াবী সে চোখ যেন পরশ পাথর
চোখে চোখে জ্বেলে দেয় স্বপ্নের কাজল!

পৃথিবীর বদ্ধ দ্বারগুলো কেমন নাড়িয়ে দিল ঐ ঝড়ো দৃষ্টি।
আসলে তোমার চোখ এক অপরূপ সৃষ্টি-
তোমার দৃষ্টি পৃথিবী ভেদ করে চলে যায়
স্রষ্টার কোলে আরশ মহল্লায়।

তোমার সুন্দর চোখ যেন জ্যোতির পরাগ
ঐ চোখে খেলা করে আরশের আদর সোহাগ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন