রবিবার, ২০ মার্চ, ২০২২

পবিত্র কুরআনের কয়েকটি মৌলিক বৈশষ্ট্য

ড. মুরাত কায়া

অনুবাদ: মুহাম্মদ আবুল হুসাইন





১. অবতরণ ও সংরক্ষণ


মহান আল্লাহ রাব্বুল আ'লামীন তাঁর সর্বশেষ ঐশীগ্রন্থ পবিত্র কুরআনকে সম্পূর্ণভাবে একবারে অবতীর্ণ (নাযিল) করেননি। তিনি একে পরিস্থিতির প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর প্রতি অল্প অল্প করে বা কিস্তিতে নাজিল করেছেন। মানুষ যাতে সহজে এবং স্বাচ্ছন্দের সাথে ঐশী নির্দেশনাকে গ্রহণ ও উপলব্ধি করতে পারে এবং আল্লাহর নির্দেশকে সহজে মেনে চলে কল্যাণ লাভ করতে পারে সেজন্যেই তিনি এই পদ্ধতিতে কুরআন (ওহী) নাজিল করেছেন। সর্ব শক্তিমান আল্লাহ তাঁর বাণী বা ওহী ফেরেশতা জিবরাইল (আঃ)-এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)'র নিকট নাজিল করতেন। মহানবীর(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অনেক লিপিকার ছিলেন যারা তাঁর নির্দেশ অনুসারে তাঁর উপর নাজিলকৃত ওহী সমূহ লিপিবদ্ধ করে রাখতেন।


কোন কোন হিসাবে এই লিপিকারদের সংখ্যা ৬৫তে পৌঁছেছিল। যখন পবিত্র কুরআনের কিছু অংশ অবতীর্ণ হতো, তখন তিনি লেখকদের মধ্যে যাদের সহজে পাওয়া যেতো তাদের ডেকে পাঠাতেন এবং নাযিলকৃত ওহী লিখিত আকারে লিপিবদ্ধ করাতেন। তারা সেই সময়ের লেখার সরঞ্জাম দিয়ে নাজিল হওয়া আয়াতগুলো লিখে রাখতেন, তারপর তারা সেই লেখাগুলো আবার আল্লাহর রসূলকে (সা.) পাঠ করে শুনিয়ে পরীক্ষা করাতেন।


আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাযিলকৃত আয়াতগুলো প্রথমে পুরুষদের এবং তারপর নারী সাহাবীদের কাছে পাঠ করতেন। মুসলমানরাও ওহী মুখস্থ করতেন এবং তাদের কেউ কেউ ওহীকে লিখে রাখতেন। দিনে পাঁচ ওয়াক্ত নামাজে কোরআনের নাজিলকৃত আয়াত সমূহ পাঠ করা হতো। রমজান মাসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও জিব্রাইল (আঃ) পরস্পর পরস্পরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নবীজীর জীবনের শেষ বছরে তারা দুবার এ কাজ করেছিলেন। এই আদান-প্রদানের সময় কিছু সাহাবীও উপস্থিত থাকতেন এবং কুরআন তিলাওয়াত অনুসরণ করতেন। মহানবী ও জিব্রাইলের চূড়ান্ত আদান-প্রদানের পর, হুজুর (সা.), যায়েদ বিন সাবিত ও উবাই বিন কাব (রাঃ) একে অপরের কাছে কুরআন পুনঃ উদ্ধৃত করতেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উবাই বিন কা’বকে দুবার পাঠ করে শুনিয়েছিলেন।


সর্বোপরি, আল্লাহর রাসূল (সা.) এবং তাঁর সাহাবীগণ কুরআন শিক্ষার জন্য নিরন্তর চেষ্টা করেছেন। এভাবে, পবিত্র কুরআনকে গ্রন্থাকারে উপস্থাপনে জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, যার প্রতিটি আয়াতের যাচাই (verified) সম্পন্ন করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন